ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর সফলতার পেছনে ছিলেন বঙ্গমাতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
বঙ্গবন্ধুর সফলতার পেছনে ছিলেন বঙ্গমাতা সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব যদি বঙ্গবন্ধুর পেছনে না থাকতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতে পারতো’- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
 
শনিবার (০৮ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি সৈয়দ আশরাফ বলেন, বঙ্গমাতা প্রতিটি আন্দোলন-সংগ্রামে পেছনে থেকে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন। তিনি যদি বঙ্গবন্ধুর পেছনে না থাকতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতে পারতো।

প্রত্যেকটি সফল পুরুষের পেছনে থাকেন একজন সফল নারী। ব্যবসা, রণক্ষেত্র, রাজনীতি প্রতিটি ক্ষেত্রেই সফলতার পেছনে নারী রয়েছন। তেমনি বঙ্গবন্ধুর পেছনেও ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।
 
তিনি বলেন, বিভিন্ন সময় আওয়ামী লীগের ভাঙন, স্বাধীনতার পর জাসদের সৃস্টি প্রতিটি ক্ষেত্রে দৃঢ় ভূমিকা রেখেছেন ফজিলাতুন্নেছা মুজিব। সামরিক শাসন আমলে, আইয়ুবের আমলে রাজনীতি করা খুবই দুরূহ ছিলো। তখন বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন তিনি।
 
এ সময় পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তখন আমরা ঢাকাতে এলেই বঙ্গবন্ধুর বাড়িতে উঠতাম। আমাদের ঢাকায় কোনো বাড়ি ছিলো না। ফজিলাতুন্নেছা মুজিব আমাদের নেত্রী (শেখ হাসিনা), কামাল ভাইয়ের মতোই সমানভাবে স্নেহ করতেন। আমার মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিলো।
 
‘বঙ্গবন্ধুর জেলে থাকাকালে তিনি (বঙ্গমাতা) ছেলে-মেয়েদের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। মা-বাবা দু’জনের ভূমিকাই পালন করেছেন তিনি। প্ল্যান করে ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন, গড়ে তুলেছেন,’ যোগ করেন সৈয়দ আশরাফ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য দেন।

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্য বিষয়ক সম্পাদক অ্যাভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দিনব্যাপী কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসকে/এমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।