ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি উন্নয়নে বাধা দিচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
বিএনপি উন্নয়নে বাধা দিচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: দেশ-বিদেশে ভ্রান্ত তথ্য ছড়িয়ে বিএনপি দেশের উন্নয়নে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।

শনিবার (০৮ আগস্ট) বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের অধিকার ও সব সুবিধা নিশ্চিত করেছে। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা শুধু নির্বাচনী ওয়াদা নয়, মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার গণদাবি।

তিনি আরো বলেন, যখন যুদ্ধাপরাধীদের  বিচার জোরদারের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিএনপি তখনই যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছে।

মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাবেক জেলা কমান্ডার সৈয়দ হারুনুর রমিদ, সাবেক উপজেলা কমান্ডার আলহাজ এসএম আ. মান্নান, নির্বাহী প্রকৌশলী মো. আনিসুল ওহাব খান, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এ কে এম হাবিবুর রহমান চাঁন, পৌর মেয়র হাজী দিদার পাশা, নাংলা ইউপি চেয়ারম্যান কিসমত পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক সুজা প্রমুখ।

২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট ভবনটি মুক্তিযোদ্ধারা আবাসন ও কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হবে।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।