ঢাকা বিশ্ববিদ্যালয়: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও নতুন চক্রান্ত নিয়ে মাঠে নামবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার (০৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় শোক দিবস এবং বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ।
সভায় নাসিম বলেন, রাজনীতির মাঠে আমাদের কোনো প্রতিপক্ষ নেই, এমনটি ভাবলে ভুল হবে। প্রতিপক্ষ তাদের ভুলের কারণে দুর্বল হয়ে গেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সুযোগসন্ধানী, অনুপ্রবেশকারী ও মতলববাজরা আবারও দলে ঢুকে যেতে পারে। দলে এদের কোনো প্রয়োজন নেই। এদের সুযোগ দিয়ে দলের কলেবর বৃদ্ধি করা যাবে না।
এ ব্যাপারে দলের সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে কঠিন সময়। আত্মতৃপ্ত হওয়ার সুযোগ নেই। শেখ হাসিনার হাতকে কখনো দুর্বল করা যাবে না।
খালেদা জিয়া চুপ করে বসে নেই উল্লেখ করে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) সময় নিয়ে অপেক্ষা করছেন। সময় হলেই দেখা যাবে তিনি আবার নতুন চক্রান্ত নিয়ে মাঠে নেমে গেছেন। চক্রান্ত তিনি করবেনই। চক্রান্তের মধ্যেই তার জন্ম হয়েছে। ১৫ আগস্ট যে নিজের জন্মদিন পালন করে, তাকে দুনিয়ার কেউ বিশ্বাস করতে পারে না। এ বয়সেও এভাবে ভুয়া জন্মদিন পালন করে দেখে আমি আশ্বর্য হয়ে যাই।
বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সভাপতি দারুস সালাম শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সবুর খান, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক রাশেক রহমান, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
এসএ/আরএম