ঢাকা: নিলয় নীলসহ সব ব্লগার হত্যাকাণ্ড রাজনৈতিক বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।
রোববার (৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, যে সমস্ত রাজনৈতিক অপশক্তি বোমা মেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেয়েছিল, সাংবিধানিক শূন্যতা আনতে চেয়েছিল- সেসব অপশক্তিই আবার দেশে আইন-শৃঙ্খলা অবনতি দেখাতে সুপরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে।
তিনি বলেন, এ ধরনের সব হত্যাকাণ্ডে সরকার কঠোর তৎপরতা চালাচ্ছে। অভিজিৎ রায় হত্যাকাণ্ডে ১ জন ও রাজীব হত্যাকাণ্ডে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়াশিকুর রহমানের হত্যাকারীরা ধরা পড়েছে। আসিফ হত্যা প্রচেষ্টায় ১ জনকে ধরা হয়েছে।
ইতোমধ্যে ধরা পড়া আসামিদের কাছ থেকে তথ্য নিয়ে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিল্পমন্ত্রী বলেন, আমি পরিস্কারভাবে বলতে চাই, এসব হত্যাকাণ্ড রাজনৈতিক। যে সমস্ত রাজনৈতিক অপশক্তি ব্যর্থ হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল, দেশকে সাংবিধানিক শূন্যতা আনতে চেয়েছিল- সেসব অপশক্তিই আবার দেশে আইন-শৃঙ্খলার অবনতি দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে। এ বিষয়ে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে। আর এর পেছনে কারা রয়েছে তাদের খুঁজে বের করা হচ্ছে।
শিশু হত্যাকাণ্ডের বিষয়ে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, আপনারা জানেন সিলেটের রাজনের হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। তাদের ইতোমধ্যে ১৬৪ ধরায় জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযোগপত্র প্রস্তুত হচ্ছে, যেকোনো মুহূর্তে অভিযোগপত্র দেওয়া হবে। খুলনার রাকিব হত্যাকারীদেরও ধরা হয়েছে।
এসব বিষয়ে সরকার এবং সকারের আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচন বানচালের চেষ্টা আইন-শৃঙ্খলা বাহিনী সফলভাবে মোকাবিলা করেছে। ৯৩ দিনের অপতৎপরতা মোকাবেলা করতে সমর্থ হয়েছে।
দেশ ও জনগণের স্বার্থে সফল হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান মন্ত্রী।
শিল্পমন্ত্রী জানান, দখল বিষয়ে স্থানীয়ভাবে যাতে থানা মামলা গ্রহণ করে সুষ্ঠু সমাধান করতে পারে, সে ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, ভুয়া পাসপোর্ট তৈরি করে সরকারি আদেশ দিয়ে বিদেশ গিয়ে কাজ করছেন অনেকে। সে ব্যাপারে সরকারি কর্মচারীদের পাসপোর্ট দিতে মন্ত্রী বা এমপিদের দিয়ে তদন্ত করা হয় সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যাতে এ ধরনের জালিয়াতি করা সম্ভব না হয়।
আমির হোসেন আমু বলেন,মানবপাচার, মাদক প্রবেশ এবং আইন-শৃঙ্খলার যেসব উন্নতি বা অগ্রগতি হয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এ নিয়ে আমরা বৈঠকে সন্তোষ প্রকাশ করেছি। অন্যদিকে এসব বিষয়ে যাতে শূন্যে আনা যায় সে বিষয়ে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
শিল্পমন্ত্রী আমীর হোসেন আমুর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসএমএ/আরএইচ/আইএ/এএসআর