ঢাকা: রবিঠাকুরের উক্তি প্যারোডি করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছিলেন, ‘এরশাদের মন সহস্র সাধনার ধন, বুঝিতে পারে কোন জন। তাকে নিয়ে মন্তব্য করা কঠিন।
এরশাদও যেন ঠিক কথাই আবারও প্রমাণ করলেন। মাত্র চার মাস আগে বলেছিলেন, বিশেষ উপদেষ্টা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক পদ নয়। তাই নিজ এখতিয়ার বলে ববি হাজ্জাজকে অব্যহতি দেওয়া হয়েছে।
কিন্তু চার মাসের ব্যবধানে আবারও তাকে পুনর্বহাল করেছেন স্বয়ং এরশাদই। তাও আবার না-কি দলের গঠণতন্ত্রের ৩৯ ধারা বলে। রোববার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। তাতে গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী তাকে পুর্নবহাল করা হয়েছে বলা জানানো হয়েছে।
চার মাস আগে যা গঠনতন্ত্র বর্হিভূত ছিল- সেই বিষয়টি কিভাবে গঠনতন্ত্রের যুক্ত হলো এ নিয়ে দলের নেতাকর্মীরাই রসাত্মক মন্তব্য করেছেন। একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে এরশাদের পার্টি। এইটা চলে এরশাদের মন মর্জি মতো। এই দল করতে হলে এভাবেই থাকতে হবে। বলার কিছু নেই।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বাহাউদ্দিন আহমেদ বাবুলকে উত্তরে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন জাপা। কিন্তু এরশাদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০ মার্চ ববি হাজ্জাজ জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নিজেকে পাল্টা মেয়র প্রার্থী ঘোষণা করেন। এ কারণে ২২ মার্চ ববি হাজ্জাজকে অব্যাহতি দিয়েছিলেন এরশাদ। তখন বলা হয়েছিলো, এটা কোন সাংগঠনিক পদ নয়। ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যান শুধু বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছিলেন। এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করায়, জাতীয় পার্টির সঙ্গে তার আর কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
এসআই/জেডএম