ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে হত্যা

পৌর সভাপতিসহ নেতাদের গ্রেফতারে বিএনপি’র নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
পৌর সভাপতিসহ নেতাদের গ্রেফতারে বিএনপি’র নিন্দা

ঢাকা: পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ায় মাসুদ মাদবর নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপি’র  সহ-সভাপতি ছাড়াও অন্যান্য নেতা-কর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

রোববার (০৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে বিএনপি’র মুখপাত্র ড.আসাদুজ্জামান রিপন এ ঘটনার নিন্দা জান‍ান।



গ্রেফতার অন্যান্যদের মধ্যে রয়েছে পৌর বিএনপি’র সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি আবদুর রব হাওলাদার এবং ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ আলম কাজী।

বিজ্ঞপ্তিতে বল‍া হয়, বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার এবং নির্যাতন চালিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে কোনো ক্রমেই ধ্বংস করা যাবে না। বর্তমান সরকার গণতান্ত্রিক আচার-আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পথে দেশ শাসন করছে। সারাদেশে বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতারের পাশাপাশি চলছে হত্যা ও গুম।

বিএনপি নেতাদের নামে দায়ের করা হত্যা মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।