ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক কমিটির সভায় গৃহীত প্রস্তাবে নেতারা বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির ‘ব্লেম গেম’র রাজনীতির কারণে মুক্তমনা লেখকদের ঘাতকেরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। নীলাদ্রী চট্টোপাধ্যায়ের (নিলয় নীল) হত্যাকাণ্ডের ক্ষেত্রেও এই আশংকা দেখা দিয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর তোপখানা রোডে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা এ প্রস্তাব করেন।
পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক কমিটির সদস্য মুখলেছুর রহমান, আকবর খান ও আবু হাসান টিপু।
প্রস্তাবে রাজনৈতিক প্রভাবের বাইরে ক্রমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানানো হয়।
গতকাল (৯ আগস্ট) পুলিশ প্রধানের দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, তিনি তার পেশাগত দায়িত্বের বাইরে এসে রাজনৈতিক নেতাদের মত বক্তব্য দেওয়া শুরু করেছেন, যা অনভিপ্রেত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাগত কাজে মনযোগ কম থাকার কারণে দেশে ভয়াবহ অপরাধের মাত্রা বেড়ে চলছে। প্রস্তাবে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় গৃহীত আরেক প্রস্তাবে আওয়ামী ওলামা লীগের বক্তব্য ও ভূমিকায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয় এবং বলা হয়, ওলামা লীগ বিস্ময়করভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে। প্রস্তাবে ওলামা লীগের সাম্প্রদায়িক রাজনীতি সম্পর্কে সরকারি দল আওয়ামী লীগের ব্যাখ্যা দাবি করা হয়।
সভায় গৃহীত আরেক প্রস্তাবে সরকারি উদ্যোগে ধান-চাল সংগ্রহে দলীয়করণের সমালোচনা করে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসইউজে/এইচএ/