ঢাকা: ভিসাসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলেও চিকিৎসকের শিডিউল চূড়ান্ত না হওয়ায় পিছিয়ে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর। দু’এক দিনের মধ্যে চিকিৎসকের শিডিউল না পেলে চলতি আগস্টে লন্ডন যাওয়া নাও হতে পারে বিএনপি প্রধানের।
খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রক্রিয়ায় সম্পৃক্ত কর্মকর্তা ও বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, খালেদা জিয়ার চোখের চিকিৎসার জন্য লন্ডনের ‘মুল ফিল্ড’ হাসপাতালের চিকিৎসকের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছেন সেখানে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান।
কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ‘মুল ফিল্ড’ হাসপাতালের চিকিৎসকদের দেওয়া শিডিউলের সঙ্গে খালেদা জিয়া তার নিজের শিডিউল মেলাতে পারছেন না।
কারণ, দুদকের করা মামলায় ১০ আগস্ট আদালতে হাজিরা না দেওয়ায় পরবর্তী তারিখ ২৭ আগস্ট খালেদা জিয়াকে আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে।
দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনের ‘মুল ফিল্ড’ হাসপাতাল থেকে যে শিডিউল দেওয়া হয়েছে, তার সঙ্গে আদালতের শিডিউল মিলে চলতি আগস্টে লন্ডনযাত্রা খালেদা জিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না।
তবে ‘মুল ফিল্ড’ হাসপাতালের হাসপাতালের শিডিউল যদি এগিয়ে আনা সম্ভব হয়, তাহলে দু’এক দিনের মধ্যেই লন্ডন যেতে পারেন খালেদা জিয়া।
এ ব্যাপারে জানতে চাইলে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলানিউজকে বলেন, ম্যাডাম তো চিকিৎসার জন্য যাবেন। সুতরাং ওখানকার হাসপাতালের শিডিউলের সঙ্গে ম্যাডামের শিডিউল মেলার পরই উনি লন্ডন যাবেন।
খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল বাংলানিউজকে বলেন, ম্যাডাম তো আমাদের মত নন। এদিকের ঝামেলা ওদিকের ঝামেলা মিটমাটের পরই তার লন্ডন যাত্রার শিডিউল চূড়ান্ত হবে।
এদিকে বুধবার সন্ধ্যায় ভিসা হাতে পাওয়ার পরপরই এয়ার টিকিট বুকিং দিয়ে রাখেন খালেদা জিয়া। ওই বুকিং অনুযায়ী ১৪ বা ১৮ আগস্ট’র যে কোনো দিন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারতেন তিনি। কিন্তু লন্ডনের ‘মুল ফিল্ড’ হাসপাতালের দেওয়া শিডিউলের সঙ্গে খালেদা জিয়ার ঢাকার শিডিউল মিলিয়ে আপাতত ১৪ বা ১৮ আগস্ট লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
তবে যেদিনই লন্ডন যান, শুধু চিকিৎসাই খালেদা জিয়ার মূল লক্ষ্য নয় বলে জানা গেছে। চিকিৎসার পাশাপাশি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দল পুনর্গঠন, মধ্যবর্তী নির্বাচন, পরবর্তী আন্দোলনের কৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
এ ছাড়া ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এবং সরকার ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করবেন বিএনপি চেয়ারপারসন। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে খালেদা জিয়ার।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এজেড/জেডএম