ভোলা: ভোলা জেলা ছাত্রদল ও যুবদলসহ ২৯ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) দুপুরে নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাশফিকুল হক এ নির্দেশ দেন।
এরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন, যুবদলের সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম কায়েদ, সদর যুবদলের আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিল হোসেন ওয়াদুদ, আবুল কালাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি মনির হাসান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন মনির, সদর ছাত্রদল আহ্বায়ক মোস্তফা কামাল ও যুগ্ম আহ্বায়ক আবদুল লতিব টিটুসহ ২৯ নেতাকর্মী।
সূত্র জানায়, ৫ জানুয়ারি পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ এবং পরবর্তিতে হরতাল অবরোধের সময় গাড়ি পোড়ানো ও ভাঙচুরে ঘটনায় পৃথক ৩টি মামলায় বিএনপি, যুব ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে আসামিরা সবাই পলাতক ছিলেন।
এরপর আদালতে হাজির হয়ে ৩৬ নেতাকর্মী আত্মসমর্পণ করলে তাদের মধ্যে ৭ জনকে জামিন ও বাকিদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এসএইচ