ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঐক্য ন্যাপের সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দলটির রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমে পাঠানো দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঐক্য ন্যাপের সভাপতি শ্রী পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, শরাফত আলী হিরা, ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য এস এম এ সবুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা দীপায়ন খীসা প্রমুখ।
সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি ব্লাগার নিলয় নীল হত্যাকাণ্ডসহ অন্য মুক্তচিন্তার মানুষদের হত্যার কঠোর বিচার দাবি করেন।
জঙ্গিবাদের নৃশংস সহিংসতা, শিশু-নারী হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ার আহ্বানও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
টিআই