ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খন্দকার মোশতাক আহমেদের বাড়ি ঘেরাওয়ে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
খন্দকার মোশতাক আহমেদের বাড়ি ঘেরাওয়ে পুলিশের বাধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশতাক আহমেদের গ্রামের বাড়ি ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার দশপাড়ায় অবস্থিত বাড়িটি ঘেরাওয়ের কর্মসূচি ছিল আওয়ামী লীগের।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িটি ঘেরাও করতে শহীদনগর ট্রমা সেন্টারের সামনে জড়ো হয়।
পরে দাউদকান্দি আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ওই বাড়ির দিকে যাওয়ার পথে তাদের বাধা দেয় পুলিশ।
 
এ সময় পুলিশ ওই সড়কে বালুভর্তি ট্রাক রেখে রাস্তায় অবরোধ করে রাখে। পরে নেতাকর্মীরা ওই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।  

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ খন্দকার মোশতাকের বাড়িসহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া বাংলানিউজকে বলেন, পুলিশ বাড়িটির সামনে টহল দিচ্ছে। তবে পুলিশ কতক্ষণ থাকবে তা বলতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।