ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তির পর ফের আটক সেলিম ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
মুক্তির পর ফের আটক সেলিম ভূঁইয়া

গাজীপুর: কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির পর কারা ফটক থেকে ফের আটক করা হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী শিক্ষক নেতা মো. সেলিম ভূঁইয়াকে। তিনি
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় চেয়ারম্যান।



রোববার (১৬ আগ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কাশিমপুর পার্ট-২ এর ফটক থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার মো. নাসির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পর সেলিম ভূঁইয়া সন্ধ্যায় মুক্তি পান। এরপর কারা ফটক থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে আবার আটক করে ঢাকায় নিয়ে যায়। তবে ঢাকার তাকে কোন থানায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।