ঢাকা: শোকের বিলবোর্ডে আত্মপ্রচারের সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেপ্টেম্বর থেকে এসব বিলবোর্ড অপসারণে অভিযান চালানোর ঘোষণাও দিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ের বহুমুখী সমবায় সমিতি (লি.) চত্বরে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারি ঐক্য পরিষদ।
মন্ত্রী বলেন, ‘শোক দিবসে শ্রদ্ধা জানানোর বাহানায় বঙ্গবন্ধুর ছবির সঙ্গে নিজেদের বড় বড় ছবি দিয়ে বিলবোর্ড টানিয়ে মূলত আত্মপ্রচার করেছেন তারা। এটি আত্মঘাতী প্রবণতা ছাড়া আর কিছুই নয়। শ্রদ্ধা জানানোর নামে চাঁদাবাজ-সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর সঙ্গে নিজে ছবি কীভাবে দিতে পারে?’
তিনি বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে কোন অপকর্ম না করলেই বরং তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। তার আত্মা শান্তি পাবে।
‘বঙ্গবন্ধু ও নেত্রীর ছবি কোণায় দিয়ে ২০ থেকে ২৫ জনের ছবি দেওয়া বিলবোর্ডে। এটা কীভাবে সম্ভব! এসব আপনারা ভেঙে ফেলবেন। সেপ্টেম্বর থেকে এসব বিলবোর্ড অপসারণে অভিযান চলবে। বঙ্গবন্ধুর ছবির পাশে কোন চাঁদাবাজ, সন্ত্রাসীর ছবি দেখতে চাই না’- বলেন তিনি।
তিনি বলেন, এসব আত্মপ্রচার আর অহমিকার প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মো. হাসান ইমামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন (এনডিসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসকেএস/জেডএম