ঢাকা: দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করতেই মৌলবাদী গোষ্ঠী জঙ্গিবাদ উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) কমরেড ফজলে হোসেন বাদশা।
তিনি আহ্বান জানিয়েছেন, দেশকে রক্ষার জন্য দেশবাসীকেই সজাগ থাকতে হবে।
১৯৯২ সালের ১৭ আগস্ট বর্তমান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে তার পার্টি অফিসের সামনে হত্যার চেষ্টা করা হয়। এর প্রতিবাদে ও বিচারের দাবিতে সোমবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলে হোসেন বাদশা।
রাজশাহীর এই এমপি বলেন, আজ বিশ্বব্যাপী জঙ্গিবাদী কর্মকাণ্ড উসকে দিচ্ছে মৌলবাদীরা। তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে জঙ্গিবাদও। দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্ট করতে জঙ্গিরা কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় অন্য বক্তারা বলেন, রাশেদ খান মেননকে যারা হত্যার চেষ্টা করেছিল তারা ২২ বছর পরও এখনও ধরা-ছোঁয়ার বাইরে। কারো বিচার করা হয়নি। সেই বিচার না হওয়ায় দেশে এখন খুন-সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
এ সময় জঙ্গিবাদ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পলিটব্যুরো সদস্য কমরেড হাজেরা সুলতানা এমপি, সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরুল আহসান, যুবনেতা মুস্তফা আলমগীর রতন, ছাত্রনেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এমএম/আইএ