ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাট যুবদলের সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
বাগেরহাট যুবদলের সভাপতি কারাগারে

বাগেরহাট: নাশকতার মামলায় বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোরকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।


 
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, চলতি বছরের জানুয়ারি মাসে বাগেরহাট-খুলনা মহাসড়কে গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে বাগেরহাট মডেল থানায় দু’টি নাশকতার মামলা দায়ের করে পুলিশ। ওই দুই মামলায় জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত অনেক ব্যক্তিকে আসামি করা হয়।
 
সোমবার ওই দুই মামলার আসামি বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সদর থানা বিএনপির সভাপতি মোজফ্ফর রহমান আলম এবং ডেমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সজিব তালুকদার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
 
আদালত মোজফ্ফর রহমান আলমের জামিন মঞ্জুর করেন। বাকিদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।  
 
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।