ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি খুনীর দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
বিএনপি খুনীর দল ছবি : শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়ার দল বিএনপি খুনীর দল উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিচি কলা গাছ লাগালে যেমন সাগর কলা পাওয়া যায় না, ঠিক তেমনি খুনীর দলের কাছে গণতন্ত্র আশা করা যায় না। খালেদা জিয়ার কাছেও গণতন্ত্র আশা করা যায় না।



সোমবার (১৭ আগস্ট) সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন বি-২০২ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এ কথা বলেন।

শাজাহান খান বলেন, এই দিনে (১৫ আগস্ট) যখন বাঙালি জাতি কাঁদে, তখন একজন মানুষ ভুয়া জন্মদিন পালন করে। আমার কাছে প্রমাণ আছে, খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার নিবন্ধনে জন্মতারিখ ছিলো ১৯৪৬ সালের ১ সেপ্টেম্বর। আর জিয়ার (জিয়াউর রহমান) সঙ্গে বিয়ের সময় তার জন্মতারিখ উল্লেখ করা হয় ১৯৪৪ সালের ৯ সেপ্টেম্বর। এরপর ২০০২ সালে ভোটার তালিকায় নাম ওঠানোর সময় তিনি নিজ হাতে সই করেছেন তার জন্মতারিখ ১৯৪৬ সালের ১৫ আগস্ট। আর একটি স্থানে তিনি তার জন্মতারিখ উল্লেখ করেছেন ১৯৪৬ সালের ৫ আগস্ট। এভাবে একের পর এক জন্মতারিখ পরিবর্তন করে খালেদা মানুষকে বিভ্রান্ত করছেন।

তিনি বলেন, আমাদের দেশে গ্রাম-বাংলায় মানুষকে জ্বিনে ধরে। যখন কোনো ব্যক্তিকে জ্বিনে ধরে তখন তিনি ঝিম ধরে বসে থাকেন আর পাগলামি করেন। খালেদা জিয়াকে ঠিক ওই রোগে ধরেছে। তিনি ঝিম ধরে বসে থাকেন। আর হঠা‍ৎ করে এক একটা কাজ করে বসেন। যা পাগলামি ছাড়া কিছুই না।

শাজাহান খান বলেন, এর আগে আমরা ডান্ডামাইসিন দিয়ে খালেদার আন্দোলকে বিদায় করেছি। খালেদা জিয়া বলেছিলেন, বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না।

কিন্তু আমরা শ্রমজীবী, পেশাজীবীরা তাকে ডান্ডামাইসিন দিলাম আর তিনি পরজিত সৈনিকের মতো শূন্য হাতে ঘরে ফিরে গেলেন।

এখন খালেদা জিয়ার জ্বিন তাড়াতে শ্রমজীবী-পেশাজীবীদের ফকিরি চালান দিতে হবে। এ ফকিরি চালানের জন্য ২০১৩, ২০১৪, ২০১৫ সালে খালেদা জিয়াসহ যারা খুনের আসামি আছেন তাদের বিচারের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে, বলেন তিনি।

শাজাহান খান বলেন, বয়স হয়ে গেলে মানুষের চোখে ছানি পড়ে। চোখে দেখতে পায় না। তেমনি খালেদা জিয়ার বয়স হয়েছে তাই সরকারের উন্নয়ন তিনি চোখে দেখেন না। এখন তার চোখ অপারেশন করতে হবে, যাতে তিনি চোখে দেখতে পান। এ অপারেশনের ডাক্তার আপনারা (শ্রমজীবী-পেশাজীবীরা)।

যেভাবে তিন মাসের তথাকথিত আন্দোলন ও খালেদা জিয়ার খুনের রাজনীতি ব্যর্থ করে দিয়েছেন, সেইভাবে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার চোখ অপারেশন করে সরকারের উন্নয়ন দেখার ব্যবস্থা করে দিতে হবে।

সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন বি-২০২ এর সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, সোনালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সম্পাদক মণ্ডলীর সদস্য মো. আবদুল জব্বার সিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এএসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।