ঢাকা: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্যামপুর-কদমতলী থানার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।
সোমবার বিকেলে ভাষাপ্রদীপ উচ্চ বিদ্যালয়ের সামনে দিনটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা মো. শফিউর রহমান সাইজুল।
শ্যামপুর থানার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোতালেব মাসুদ, শরীফ, ৫৪ নম্বর ওয়ার্ডের সম্পাদক মো. আলমগীর, বঙ্গবন্ধু পরিষদ শ্যামপুর থানার তারেক রহমান খান, কদমতলী থানার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, শ্যামপুর থানার জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, মুক্তিযোদ্ধা মো. আলী বুলু, কামালউদ্দিন, মতিন ও সুরুজ্জামানসহ অনেকে।
শোকদিবসের কর্মসূচিতে আলোচনা সভার পর মিলাদ মাহফিল, দোয়া এবং তবারক বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর-কদমতলী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রেসিডেন্ট কাওসার আলম আরজু।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এবি