মাগুরা: মাগুরায় ট্রাকে পেট্রোলবোমা হামলা করে পাঁচ শ্রমিক হত্যার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার হোসেন খানসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারাহ মামুনের আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বাংলানিউজকে জানান, বিএনপি- জামায়াতের অবরোধ চলাকালে ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় ট্রাকে পেট্রোলবোমা হামলা করে দুর্বৃত্তরা। ওই সময় ট্রাকে থাকা নয় শ্রমিক অগ্নিদগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় মাগুরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি করেন।
এ মামলায় মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আলী আহম্মদসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
এ ব্যাপারে মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসানুল্লাহ জানান, চাঞ্চল্যকর এ ঘটনার চার মাস ২৯ দিন পর এ চার্জশিট দেওয়া হলো।
২৩ জন আসামির মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১২৩৬/১৬১৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসআই /