ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদ করার আহ্বান এরশাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
নারী-শিশু নির্যাতনের প্রতিবাদ করার আহ্বান এরশাদের ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী-শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ‘ঝড় তুলতে’ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
মঙ্গলবার (১৮ আগস্ট’২০১৫) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী-শিশু নির্যাতন ও হত্যাকারীদের বিচারের দাবিতে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



এরশাদ বলেন, দেশে আজ নারী-শিশুসহ কোনো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তাদের অধিকার কে দেবে? সরকার না দিলে জনগণের অধিকার জনগণ হাতে তুলে নেবে। জাতীয় পার্টি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবে।

এসময় এরশাদ শিশু রাজন হত্যার প্রধান আসামিকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
 
তিনি বলেন, অপরাধ করে অপরাধীরা দেশের বাইরে চলে যাবে, তাকে ফিরিয়ে আনা হবে না, বিচার হবে না- এভাবে দেশ চলে না।
 
এসময় এরশাদ সরকার ও এসব নির্যাতন-হত্যার বিরুদ্ধে জনগণকে সম্মিলিতভাবে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ আজ কোথাও নিরাপদ নয়। শিশু-নারী নির্যাতন ও হত্যা বন্ধ না হলে এদেশে বাস করা সম্ভব হবে না। শিশু রাজন, রবিউল, মাতৃগর্ভে শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে।
 
মানববন্ধনে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আলতাফ আলী, সালাউদ্দিন আহমেদ মুফতি, রৌশনারা মান্নান, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার, ঢাকা মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল প্রমূখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৫
আরইউ/আরএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।