ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাজরা পোকায় খেয়ে গেছে খালেদার ধানের শীষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
মাজরা পোকায় খেয়ে গেছে খালেদার ধানের শীষ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: ‘খালেদা জিয়ার ধানের শীষ এখন মাজরা পোকায় খেয়ে ফেলেছে। উনি এত মাজরা পোকা উৎপাদন করেছেন যে ওই মাজরা পোকাই তার সব ধানের শীষ খেয়ে শেষ করে দিয়েছে।



মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

দেশের সার্বিক পরিস্থিতির ওপর ব্রিফিং করতে আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনের।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সংবিধান সংশোধনীর প্রস্তাব এবং মধ্যবর্তী নির্বাচনের দাবিকে ‘মতলববাজি’ কথাবার্তা বলে উড়িয়ে দেন তথ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে ইনু বলেন, ‘সংবিধান সংশোধনের প্রস্তাব দেয়ার আগে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদী যেসব শক্তি নিয়ে উনি (খালেদা জিয়া) কাজ করেন তাদের থেকে তাকে সরে আসতে হবে। কারণ যারা যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী তারা কখনই নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা রাখে না। ‘

গণতন্ত্রের কথা বলে খালেদা জিয়া গণতন্ত্রের পিঠে ছোবল দিতে চান বলেও এ সময় উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

এ সময় প্রবীর সিকদারের গ্রেফতার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রবীর সিকদার যেন অবিচারের শিকার না হন তা দেখবে সরকার’।

পাশাপাশি ‘৫৭ ধারা’ আইনটি বাতিলের বিষয়টিও উড়িয়ে দেন তিনি। ইনু বলেন, এই আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তাই বাতিলের প্রশ্নই ওঠে না।

তবে তথ্য তুলে ধরায় কেউ যেন নিগৃহীত না হন সে বিষয়ের ওপর দৃষ্টি দেয়ার কথা বলেন তথ্যমন্ত্রী।

এছাড়া ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মীয় অনুভূতি এবং ব্যক্তিগত কোনো কিছুতে আঘাত করা হলে প্রচলিত আইন অনুযায়ীই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সাংবাদিকরা যেন দ্রুত জটিলতা ছাড়াই অ্যাক্রিডেশন কার্ড পান সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।


ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা তফসির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এমএম/এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।