ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসী রাজনীতি আর মিথ্যা জন্মদিনেই বিএনপির ধ্বংস

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
সন্ত্রাসী রাজনীতি আর মিথ্যা জন্মদিনেই বিএনপির ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ত্রাসমূলক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং মিথ্যা জন্মদিন উদযাপনেই বিএনপি ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



চুমকি বলেন, এই তো কিছু দিন আগে বিএনপি আউট সোর্সিংয়ের মাধ্যমে সন্ত্রাসী জনবল নিয়োগ করে বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছিল। তারা দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে বিএনপির আউট সোর্সিং সন্ত্রাসী রাজনীতি ব্যর্থ হয়েছে।

শোক দিবসে বিএনপি চেয়ারপারসনের কেক কাটা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিনের কেক কেটে জাতির বুকে ছুরি চালিয়েছেন। এ কারণে বিএনপির ধ্বংস অনিবার্য।

বাংলাদেশ ছাত্রলীগ শামসুন্নাহার হল শাখার সভাপতি নিশিতা ইকবাল নদীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি।

আলোচক হিসেবে ছিলেন শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক সুপ্রিয়া সাহা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম. জাকির, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সেক্রেটারি কাজী মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।