ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে দেশ যেমন ঐক্যবদ্ধ হয়েছিল তেমনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের জীবদ্দশায়ই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারবো।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতির জনকের ৪০তম শাহাদতবার্ষিকীর আলোচনা ও স্মরণ সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। এর আয়োজন করে শ্রমিকলীগ।
মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার শক্তি কারো নেই। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু এখনও রয়েছেন। থাকবেন। ১৫ আগস্ট তার ৪০তম শাহাদতবার্ষিকীর দিনে তা আবারও প্রমাণ করেছে দেশব্যাসী।
‘বঙ্গবন্ধু দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠছেন। তার আদর্শ আরও ছড়িয়ে পড়ছে’ যোগ করেন আশরাফ।
তিনি বলেন, এখন গ্রামে গ্রামে প্রজেক্টর দিয়ে সাধারণ মানুষ বঙ্গবন্ধুর প্রমাণ্যচিত্র দেখছে। তাকে স্মরণ করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা জীবদ্দশায় প্রতিষ্ঠিত করতে পারবো। এ জন্য ’৭১ এর মতো দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, বিএনপি এখনই নির্বাচন চায়। বার বার এ দাবি করে। ২০০১ সালের পর তারা রাষ্ট্রক্ষমতায় ছিল। তখন দেশে কী রকম সন্ত্রাস ছিল তা ভেবে দেখা উচিত তাদের। এখন কোন মুখে তারা এমন অভিযোগ দেয় বলেও প্রশ্ন রাখেন হানিফ।
আয়োজক সংগঠন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এমইউএম/আইএ