ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শুভ্রা মুখার্জির মৃত্যুতে কাজী জাফরের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
শুভ্রা মুখার্জির মৃত্যুতে কাজী জাফরের শোক শুভ্রা মুখার্জি

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহধর্মিণী  শুভ্রা মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান তিনি।



বিবৃতিতে কাজী জাফর বলেন, বাংলাদেশের মেয়ে শুভ্রা মুখার্জির মৃত্যুতে তার শোকাগ্রস্ত স্বামী ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

‘প্রণব মুখার্জির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সাফল্যের পেছনে শুভ্রা মুখার্জির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমি তার আত্মার শান্তি কামনা করছি। ’

দীর্ঘদিন ধরে অসুস্থ শুভ্রা মুখার্জি মঙ্গলবার সকালে দিল্লির একটি সামরিক হাসপাতালে (আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।