ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শোক সভায় ‘বিতর্কিত’ বক্তব্য দিয়েছেন হানিফ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
শোক সভায় ‘বিতর্কিত’ বক্তব্য দিয়েছেন হানিফ মাহবুব-উল আলম হানিফ

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সম্প্রতি এক শোকসভায় ‘বিতর্কিত’ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে আমরা ঢাকাবাসী নামে একটি সংগঠন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনের পক্ষে মাওলানা এজহারুল ইসলামের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।



এতে বলা হয়, ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এক শোকসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ‘কাণ্ডজ্ঞানহীন’ বক্তব্য দিয়েছেন।

যা আওয়ামী লীগকে বিতর্কিত করে তুলেছে। এরপর থেকে তাকে তওবা করাসহ দেশব্যাপী হানিফের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে।

ওই অনুষ্ঠানে দেওয়া হানিফের বক্তব্য ভিত্তিহীন এবং তার মনগড়া বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য দেওয়ার জন্য মহান আল্লাহ পাকের কাছে মাহবুব-উল হানিফকে মাফ চাইতে হবে। একই সঙ্গে  প্রধানমন্ত্রীসহ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ আলেম সমাজের কাছেও ক্ষমা চাইতে হবে তাকে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।