নাটোর: নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কান্দিভিটা দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নাটোর জেলা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়, গত ১১ আগস্ট সন্ধ্যায় যুবলীগ কর্মী সাব্বিরকে আটক করে নিয়ে যাচ্ছিল র্যাব-৫। এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল র্যাবের কাছ থেকে সাব্বিরকে ছিনিয়ে নেন।
এ মিথ্যা খবরে সংসদ সদস্যের সুনাম ক্ষুন্ন হয়েছে বলে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উমা চৌধুরী জলি, নাসিমা বানু লেখা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক শেখ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুল রহমান খান চৌধুরী এহিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তুজা আলী বাবলু, দিলীপ দাস, মহিলা বিষয়ক সম্পাদক বিজলী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসআর