ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অপরাধী যে দলের হোক ছাড় দেওয়া হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
অপরাধী যে দলের হোক ছাড় দেওয়া হবে না ছবি : সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমাজে একটা অপরাধ হলে, অপরাধীর বিচার না হলে আরেকটি অপরাধ প্রতিষ্ঠিত হয়। সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে।

অপরাধী যে দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের (একাংশ) আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘দল করবেন, দলের শৃঙ্খলা মানবেন না, তা হবে না।

তিনি বলেন, ‘১৫ আগস্টে ফজলুল হক মনির অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করা হয়েছিল, শেখ রাসেলকে হত্যা করা হয়েছিল। ৩৭ বছর পর তাঁদের হত্যার বিচার হয়েছে। চলমান হত্যারও বিচার হবে। ’

তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে-অপরাধী কাউকে যেন ছাড় দেওয়া না হয়। ২১ আগস্টে শেখ হাসিনা ছিলেন প্রধান লক্ষ্য। এ হামলার সঙ্গে যারা জড়িত, তারা দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, তাঁদের বিচার হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের (একাংশ) সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, জোটের সাধারণ সম্পাদক ফাল্গুনী হামিদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।