ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ঢাকা: ‘ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে। সুতরাং সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ’

বুধবার রাজধানীর সেগুনবাগিচার পূর্ত ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এ কথা বলেন পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকারীদের মধ্যে খন্দকার মোশতাকের মত একজন  বিশ্বাসঘাতক ছিলো। তাজউদ্দিন আহমেদ, মনসুর আলীর মত বিশ্বস্ত লোকও ছিলো বঙ্গবন্ধুর চারপাশে। কিন্তু বিশ্বাসঘাতকদের হাত থেকে রেহাই পাননি বঙ্গবন্ধু। এই হত্যার সঙ্গে জিয়াউর রহমানের হাত আছে বলেই তার স্ত্রী খালেদা জিয়া বঙ্গবন্ধুকে মেনে নিতে পারছে না। এই কারণেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে মিথ্যা জন্মদিন পালন করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি এ কে এম শামসুদ্দোহা পাটোয়ারি।

বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু কাওসার মোল্লা, সাবেক এমপি সাফিয়া খাতুন সহ শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।