ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাটোরে বিএনপি নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
নাটোরে বিএনপি নেতা কারাগারে ছবি : প্রতীকী

নাটোর: গাড়ি পোড়ানোর মামলায় নাটোরের গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির নেতা মশিউর রহমান বাবলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খন্দকার হাবিবুর রহমান এ আদেশ দেন।



আটক মশিউর রহমান গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র এবং গুরুদাসপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

আদালত সূত্র জানায়, চলতি বছরের শুরুতে ২০দলীয় জোটের অবরোধ চলাকালে গুরুদাসপুর উপজেলা সদরে গ্যারেজে রাখা একটি ট্রাক পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের মালিক কছিম উদ্দিন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন।

বুধবার বিকেলে বিএনপির নেতা মশিউর রহমান বাবলু নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলায় জামিন আবেদন করলে বিচারক খন্দকার হাবিবুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময় : ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।