ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি এক চুলও সরে আসেনি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বিএনপি এক চুলও সরে আসেনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: জনগণের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠার দাবি থেকে বিএনপি এক চুলও সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (১৯ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।



সরকারের আচরণ ও কর্মকাণ্ড অগণতান্ত্রিক এমন মন্তব্য করে খালেদা বলেন, জনগণের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠার দাবি থেকে এক চুলও সরে আসছে না বিএনপি, তখন সরকার সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসত্য, কাল্পনিক মামলা দিয়ে তাদের গ্রেফতার করছে, নির্যাতনও চালাচ্ছে।

খালেদা জিয়া বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ৮৬ বছর বয়সের প্রবীণ নেতা এম কে আনোয়ারের জামিন বাতিল করে কারগারে পাঠানোর ঘটনা আমাদের মর্মাহত করেছে। দেশের একজন সম্মানিত প্রবীণ নেতার প্রতি সরকারে এ আচরণ চরম অমানবিক, অসহিষ্ণুতার প্রমাণ ও ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।

সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করায় এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি প্রধান।

খালেদা জিয়া বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনোই প্রতিশোধের পথ বেছে নেবে না বরং জাতীয় ঐক্যের চেতনাকেই প্রাধান্য দেবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।