ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অরাজকতা ছাড়াও আন্দোলন সফল হয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
অরাজকতা ছাড়াও আন্দোলন সফল হয় মতিয়া চৌধুরী

ঢাকা: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, অরাজকতা সৃষ্টি না করেও রাজনৈতিক দলের আন্দোলন সফল করা যায়। আওয়ামী লীগ বিরোধী দলে থেকে কখনও অরাজকতামূলক পরিস্থিতি সৃষ্টি করেনি।

 
 
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন।

সভার প্রধান অতিথি মতিয়া চৌধুরী বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট রাজনৈতিক আন্দোলনের নামে রেললাইন উপড়ে ফেলে, বাসে আগুন দিয়ে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেও আন্দোলন সফল করতে পারেনি। এতে দেশ ও জনগেণর ক্ষতি হয়েছে।
 
তিনি বলেন, আওয়ামী লীগ যত আন্দোলন করেছে, সব গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং জনগণের সঙ্গে নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
মন্ত্রী উল্লেখ করেন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করেছে ২৬ লাখ টন খাদ্য ঘাটতি নিয়ে। ১৯৯৬ সালে ক্ষমতা নিয়েছিল নয় লাখ টন খাদ্য ঘাটতি নিয়ে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেই দেশে খাদ্য ঘাটতি সৃষ্টি হয়।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। একটি ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন। আমরা সেই ভিত্তির উপর দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
 
বাংলাদেশ ব্যাংকের নারী কর্মীদের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আমলেই সংসদে সংরক্ষিত নারী আসন নির্ধারণ করা হয়েছে। এখন তা ৫০-এ উন্নীত করা হয়েছে। বর্তমানে সংসদে সংরক্ষিত আসন ছাড়াও সরাসরি নারী সংসদ সদস্য, মন্ত্রী ও স্পিকার থাকছেন।
 
সভার বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেন, গত ছয় বছরে দেশে ব্যাংকের শাখা বেড়েছে ২৬ শতাংশ, আমানত বেড়েছে ১৩৫ শতাংশ এবং মূলধন বেড়েছে ১৬৩ শতাংশ। নিম্নমধ্য আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। স্বপ্ন দেখছি উচ্চমধ্য আয়ের দেশে যাওয়ার।
 
বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কামাল মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবুল কাশেম, এসকে সুর চৌধুরী, আবু হেনা মোহা. রাজি হাসান ও নাজনীন সুলতানা।
 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।