ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘২১ আগস্টের হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
‘২১ আগস্টের হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই’ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২১ আগস্ট) বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর কারামুক্তির পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন নজরুল ইসলাম খান।


 
তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের ওপর এ হামলার দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। ২১ আগস্টের জঘন্য হামলাটি একটি সন্ত্রাসী কার্যক্রম। এর সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিৎ।

নজরুল ইসলাম খান বলেন, আমরাই সর্বপ্রথম এ হামলার বিচারের উদ্যোগ নিয়েছিলাম। বিএনপি একটি গণতান্ত্রিক দল, সেখানে কোনো সন্ত্রাসের স্থান নেই। বিএনপির সঙ্গে কখনও কোনো ‘জঙ্গি কানেকশন’ ছিল না, ভবিষ্যতেও থাকবে না।

বর্তমান সরকারকে জনসমর্থনহীন আখ্যা দিয়ে দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি।
 
এ সময় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সহ দফতর সম্পাদক শামিমুর রহমান শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আরইউ/এজেডকে/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।