ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালিয়াকৈরে সভামঞ্চের কাছে যুবলীগ নেতা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
কালিয়াকৈরে সভামঞ্চের কাছে যুবলীগ নেতা খুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে আলোচনা সভামঞ্চের কাছেই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রকিবুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রকিবুলের ওপর হামলার সময় সভার মঞ্চেই ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।



শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রার বঙ্গবন্ধু কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভামঞ্চের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ওই সভার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সভার প্রধান অতিথি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে মঞ্চের আনুমানিক দুইশ’ গজ দূরে একটি স্টলে বসে চা খাচ্ছিলেন যুবলীগ নেতা রফিকুল ইসলাম। সন্ধ্যা ৬টার দিকে ৪-৫ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবলীগ নেতার।

২-৩ মিনিটের মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ জানায়, হামলার খবরে সভা থেকে মন্ত্রী ও নেতারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তৎক্ষণাৎ নিহত রফিকুলের মরদেহ হেফাজতে নেয় পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, খুনিদের আটক করতে সাঁড়াশি অভিযান চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ৠাব মোতায়েন করা হয়েছে।

রকিবুলের মরদেহ এখন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কমপ্লেক্সে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫/আপডেট ২০১০ ঘণ্টা/আপডেট ২১১৫ ঘণ্টা
আরএ/এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।