ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিডিয়া কমপ্লেক্সে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির মুখপাত্র এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
জমির উদ্দিন সরকার বলেন, বিএনপি আগে যেমন শক্তিশালী ছিল এখনও তেমনই আছে। শুধুমাত্র গত নির্বাচনে অংশ না নেওয়ায় আমরা কিছুটা পিছিয়ে গেছি। তবে সব জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হলে বিএনপি আবার আগের রূপে ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে গণতন্ত্র নেই ইঙ্গিত করে অধ্যাপক এমাজউদ্দীন বলেন, দেশের কোনো উন্নয়নই কার্যকর হয় না যতক্ষণ পর্যন্ত সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। আমাদের দেশ মধ্য আয়ের কাতারে পৌঁছালেও আমাদের মানসিক দারিদ্রতা এবং সংকীর্ণতা বহুগুণে বেড়েছে।
গণতন্ত্র এখন ভ্যানিটি ব্যাগে আটকা মন্তব্য করে গযেশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের খাদ্য তালিকায় প্রথমে রয়েছে গণতন্ত্র। তারা গণতন্ত্র খেতে খুব ভালোবাসেন।
সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে এ সরকারের পতন ঘটাতে হবে। তা না হলে দেশের মানুষ বন্দিদশা থেকে মুক্তি পাবে না।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা রশিদুজ্জামান মিল্লাত, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাবেক ছাত্রদল সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত আবদুস সালামের স্ত্রী মাহমুদা সালামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসএ/আইএ