গাজীপুর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার পিএস লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল আহসান রনিসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গাজীপুর আদালতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম কোনো মামলার চার্জশিট।
মঙ্গলবার (২৫ আগষ্ট) বেলা ১১টায় গাজীপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন চার্জশিটের বিষয়টি জানান পুলিশ সুপার মো. হারুনর রশীদ।
তিনি বলেন, সরকার বিরোধী হরতাল-অবরোধে নাশকতার একটি তদন্তাধীন মামলায় তদন্ত শেষে অর্থদাতা হিসেবে তারেক রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ওই সময় নাশকতাকারীদের সহযোগিতা করেন তারেক রহমানের ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান বাদল।
মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ২১ জানুয়ারি গাজীপুর সদর থানার মনিপুর এলাকায় তারেক জিয়ার মোড় নামক স্থানে ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে জয়দেবপুর থানায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে চার্জশিটে মোট ৩২ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, আগষ্ট ২৫, ২০১৫/আপডেট ১২২৮ ঘণ্টা
বিএস/এবি