ঢাকা: সাবেক রাষ্ট্রদূত, সচিব ও সাবেক নির্বাচন কমিশনার কাজী বাহাউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কাজী জাফর আহমদ বার্তায় এ শোক জানান।
শোক বার্তায় তিনি বলেন, সরকারের সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক নির্বাচন কিমিশনার কাজী বাহাউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
তিনি বলেন, কাজী বাহাউদ্দিন আহমদ ছিলেন অত্যন্ত সৎ, দক্ষ ও নিষ্ঠাবান। সম্পর্কে আমার চাচাতো ভাই। তার মৃত্যুতে আমরা হারালাম আমাদের অভিবাবক এবং দেশবাসী হারালো একজন কৃতী সন্তান। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রূহের মাগফেরাত কামনা করছি। এছাড়া তার দুই কন্যা এবং পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন কাজী বাহাউদ্দিন আহমদের (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি কুমিল্লার বিখ্যাত চিওড়া কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আইএ