ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ীতে ইউনিয়ন জামায়াত সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
পলাশবাড়ীতে ইউনিয়ন জামায়াত সভাপতি কারাগারে শামীম প্রধান

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন জামায়াত সভাপতি শামীম প্রধানকে (৩৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার(২৬ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।



এর আগে মঙ্গলবার দিনগত রাত সোয়া ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়ক কাছে স্থানীয় জুনদহ বাজার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শামীম প্রধান উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন নয়াবাজার গ্রামের মেহের প্রধানের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, জামায়াত নেতা শামীম নাশকতা-সহিংসতার ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা স্থানীয় জুনদহ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পরে ভোর সোয়া ৪টার দিকে শামীমকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।