ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শওকত মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
শওকত মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন।

বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন থেকে শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।

মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের সহ সভাপতি শওকত হোসেন মিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সদস্য বোরহান উদ্দিন, নূর হোসেন মিরন, এম মোশাররফ প্রমুখ।

গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বিএফইউজে’র একাংশের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। তাকে চলতি বছরের প্রথম দিকে বিএনপির হরতাল ও অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে রমনা, যাত্রাবাড়ী, পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা ১২ মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ মামলায় সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চার মামলায় আরও ৪০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে এবং বাকি তিনটি মামলায় চার্জশিট হয়ে যাওয়ায় রিমান্ড চাওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।