ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষ মারিনি, হাতে রক্ত নেই : এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
মানুষ মারিনি, হাতে রক্ত নেই : এরশাদ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় আমি মানুষ মারিনি, আমার হাতে রক্ত নেই। কিন্তু এখন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে।


 
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বরগুনা জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এরশাদ বলেন, আমরা জননন্দিত সরকার ছিলাম। এখনও দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষতায় দেখতে চায়। কিন্তু এখন প্রতিদিন মানুষ মারা যায়, রাস্তায় মানুষ মরে পড়ে থাকে। মানুষের জীবনের নিরাপত্তা নেই, মানুষ গুলিতে মারা যাচ্ছে। হিন্দুদের জমি দখল হচ্ছে। প্রতিবাদের জায়গা নেই, সব সরকারের পক্ষে।
 
মানুষ আজ বাঁচার অধিকার, কথা বলার অধিকার, লেখার অধিকার হারিয়ে ফেলেছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে বাকস্বাধীনতা নেই, মানুষ কথা বলতে পারছে না। এ ধরণের গণতন্ত্র মানুষ চায় না, মানুষ প্রকৃত গণতন্ত্র চায়। তবে আমাদের হতাশ হওয়ার কারণ নেই, এখন সময় এসেছে, মানুষ আমাদের চায়, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে মানুষ বাঁচতে পারবে, সন্ত্রাস থেকে মুক্তি পাবে। জনগণ কথা বলতে পারবে, সাংবাদিকরা লিখতে পারবে।
 
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে ‘এরশাদ ১৫১’, এটা মুখের কথা না, বাস্তব কথা। এজন্য তৃণমূল পর্যন্ত দলকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
 
এরশাদ বলেন, বিগত সময়ে আমাদের ওপর একটার পর একটা অবিচার করা হয়েছে, আমাদের সময়ে আমরা কোনো অবিচার করিনি, এজন্য আমরা এখনো বেঁচে আছি।
 
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি মানুষ মারার রাজনীতি করে না, জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাসী না, মানুষের সম্পদ নষ্টে বিশ্বাসী না। জাতীয় পার্টি মানুষের ভালবাসায় বিশ্বাস করে। আমাদের উদ্দেশ্যে এখন আগামী নির্বাচন।

মতবিনিময় সভায় রবগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদকে আহ্বায়ক করে জাতীয় পার্টি রবগুনা জেলা কমিটির ঘোষণা করেন এরশাদ।
 
আহ্বায়ক কমিটির প্রধান জাফরুল হাসান ফরহাদকে আগামী তিন মাসের মধ্যে জেলার সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলেন পার্টির চেয়ারম্যান।
 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিরবিয়া টিপু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, শাহজাহান মনসুর, সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা জাতীয় পার্টির নেতা জাফরুল হাসান ফরহাদ, মকবুল হোসেন, লতিফ ফরাজী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
টিএইচ/আরএম

** এরশাদের উপস্থিতিতে বরগুনা জেলা জাতীয় পার্টির হট্টগোল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।