ঢাকা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে পেঁয়াজের কেজি ১০০ টাকা, মরিচের কেজি ২০০ টাকা হলেও সরকার নির্বিকার, সর্বপরি দেশের মানুষ আজ চরম পরিস্থিতির সম্মুখীন বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী, মুক্তিযোদ্ধা শফিউল আলম, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নোমান মাজহারী, অধ্যাপক কে এম আলম, অধ্যাপক মো. আবদুল জলিল, মাওলানা আজিজুল হক প্রমুখ।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের বন্যা দুর্গত এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। অনতিবিলম্বে জরুরি ত্রাণ সরবরাহে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু বন্যায় নয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজার পেঁয়াজের কেজি ১০০ টাকা, কাঁচা মরিচের কেজি ২০০ টাকা হলেও সরকার নির্বিকার। এতে সর্বপরি দেশের মানুষ আজ চরম পরিস্থিতির সম্মুখীন।
সভায় আগামী ২৯ আগস্ট, শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খেলাফত মজলিস আয়োজিত ‘আন্তর্জাতিক পানি নীতি ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক গোলটেবিল বৈঠক সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আইএ/