ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

নবগঠিত কমিটি বাতিলের দাবিতে গাজীপুরে ছাত্রলীগের বিক্ষোভ, অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

গাজীপুর: হিরা সরকারকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেন রাসেলকে সাধারণ সম্পাদক করে নবগঠিত গাজীপুর জেলা কমিটি বাতিলের দাবিতে রোববার বিকেলে ছাত্রলীগের একাংশ জেলা শহরে মিছিল, প্রতিবাদ সভা, সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলন করেছে।  

জানা গেছে, শনিবার ১০১ সদস্যের ওই কমিটি গঠিত হলেও জেলা ছাত্রলীগের একাংশ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তা বাতিলের দাবি জানায়।

একইসঙ্গে ওই কমিটি গঠনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তারা রোববার বিকেলে ভাওয়াল রাজবাড়ি সড়কে প্রায় ১ঘন্টা  অবরোধ কর্মসূচি পালন করে। এসময় তারা সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।

পরে বিকেলে জেলা ছাত্রলীগের কার্যালয়ে গাজীপুর পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কামরুল আহসান সরকার রাসেল, এম সাইফুল ইসলাম মোল্যা, মফিজ উদ্দিন, সোহেল রানা, জহিরুল ইসলাম ও মোশারফ হোসেন। সভা শেষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেনে বক্তারা নবগঠিত কমিটিকে অবৈধ এবং ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলায় অবাঞ্চিত ঘোষণা করেন।    

এদিকে রোববার বিকেলে টঙ্গী কলেজ ছাত্রলীগ নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে স্থানীয় চেরাগালী মার্কেট এলাকায় আনন্দ মিছিল করেছে।  

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।