ঢাকা: সাবেক পরিবেশ ও বনমন্ত্রী এবং বর্তমানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেছেন, সাধারণ জনগণের সম্পৃক্ততা, সচেতনতা এবং গঠনমূলক সমালোচনাই পারে রাজনীতিবিদদের কাজকে ত্বরান্বিত করতে। সাধারণ জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক যত গভীর ও চমৎকার হবে, দেশের জন্য ততই মঙ্গলকর।
তিনি বলেন, এ ক্ষেত্রে দক্ষিণ এশীয় দেশগুলোতে বিদ্যমান সাধারণ সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজের ভূমিকা অপরিসীম।
রোববার সকালে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে তিনদিনব্যাপী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে সমাপনী বক্তা হিসেবে ড. হাছান মাহমুদ এ সব কথা বলেন।
উল্লেখ্য, শুক্রবার শুরু হওয়া তিনদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধক হিসেবেও বক্তব্য রাখেন তিনি।
ভারতের প্রখ্যাত সাংবাদিক ওম থানভীর সঞ্চালনায় সমাপনী পর্বে আরো বক্তব্য রাখেন- নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার ও সাবেক জ্বালানিমন্ত্রী ড. প্রকাশ সরণ।
ভারতের সৌম্য দত্ত ও অজয় ঝা, শ্রীলঙ্কার হেমন্ত থারাঙ্গা এবং বাংলাদেশের রেজাউল করিম নিজ নিজ দেশের পক্ষে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এবি