ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাল্টা আঘাত করতে হবে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
পাল্টা আঘাত করতে হবে গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র রক্ষায় আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে। আঘাতে বাধা আসলে প্রতিঘাত করতে হবে।

অন্যথায় গণতন্ত্র রক্ষা হবে না। মনে রাখতে হবে বিনা রক্তপাতে গণতন্ত্র উদ্ধার হয় নাই।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারা মুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যুবদলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ২০০৭ সালে ৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান তারেক রহমান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জীবনের মায়া ত্যাগ করে যারা গণতন্ত্র দিয়ে গেছেন, তা রক্ষা করার দায়িত্ব আপনাদের। গণতন্ত্র রক্ষায় আপনারা রক্ত ঝড়াতে পারবেন না?
 
তিনি বলেন, তারেক রহমান আসলে কারাগার থেকে মুক্তি পান নাই। তিনি যদি সত্যি কারের মুক্তি পেতেন তাহলে দেশেই থাকতেন।

বিএনপি নেতৃত্বকে শূন্য করার হীন ষড়যন্ত্র চলছে দাবি করে গয়েশ্বর বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। তারেক রহমানকে স্থায়ী নির্বাসিত করতে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ইনুর জাসদও এখন আওয়ামী লীগ নেতাদের দমকায়,’ যোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, এক জরিপ বেড়িয়েছে, তাতে নাকি আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। যদি আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে! তাহলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেÿ নির্বাচন দিয়ে প্রমাণ করুন জনপ্রিয়তা বেড়েছে।  

‘নির্বাচনে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা বাড়েনি,’ বলেন গয়েশ্বর।
 
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিতে স্লোগানের দরকার আছে। সেটা  কোনো হল ঘরে নয়, রাজপথে। তাই রাজপথে স্লোগান দিতে হবে।

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম আজাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জামেল হক, সহ সভাপতি আলী আকবর চন্নু , খলিলুর রহমান, আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এমএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।