সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেটের কারাগারে আনা হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আরিফুলকে ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগারে তাকে ডিভিশনে রাখা হয়েছে। এখানে তাকে চিকিৎসা সুবিধাও দেওয়া হচ্ছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগ (চার্জ) গঠনের উদ্দেশে আদালতে হাজির করার জন্য চারদিন আগেই তাকে সিলেট কারাগারে আনা হয়েছে বলেও জানান তিনি।
কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রে আসামি হওয়ার পর গ্রেফতার হন আরিফুল হক চৌধুরী। এর পর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র পদ থেকে বরখাস্ত করে।
এর আগে এ মামলায় হবিগঞ্জের আদালতে আত্মসমর্পণের পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় ঢাকার একটি হাসপাতালে কারা কর্তৃপক্ষের হেফাজতে চিকিৎসা নিচ্ছেলেন আরিফুল হক চৌধুরী।
পরবর্তীতে আলোচিত এই মামলার অভিযোগ গঠনের তারিখ নয় বার পেছানো হয়। এর মধ্যে নয় বারই অসুস্থতার কারণে আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করা হয়নি। অবশেষে বুধবার ভোরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
সগির আলী বলেন, আলোচিত এই মামলার অভিযোগ গঠন করা হবে ১৩ সেপ্টেম্বর। সেই পর্যন্ত তাকে সিলেট কারাগারেই রাখা হবে।
সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানিকালে আরিফুল হক চৌধুরী ছাড়া এই মামলায় কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়। কিন্তু ওইদিনও অসুস্থতাজনিত কারণে তাকে আদালতে হাজির করা হয়নি।
ফলে শুনানি শেষে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ১৩ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করে ওই তারিখের মধ্যে আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড বসিয়ে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টম্বর ০৯, ২০১৫ (১২৩৬ ঘণ্টা)
এনইউ/টিআই