নড়াইল: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যারা কাবিখা, ভিজিএফ কার্ডের চালসহ গ্রামের হতদরিদ্র মানুষের হক মেরে খায় তাদের বিচার হবে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল জেলা শিল্পকলা অডিটরিয়ামে জেলা ক্ষেতমজুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্ষেতমজুর, কৃষকরা ফসল ফলায় বলেই খাদ্যের উৎপাদন তিনগুণ বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ অর্থনীতির যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার পেছনে রয়েছেন এই কৃষকরা।
জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি শাহাদত হোসেন মোল্যার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ক্ষেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দীপংকর সাহা দিপু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি রশিকুল ইসলাম রছি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআর