ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদেশে বসে ষড়যন্ত্রের জাল বুনছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বিদেশে বসে ষড়যন্ত্রের জাল বুনছেন খালেদা ড. হাছান মাহমুদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমীতে আওয়ামী যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যগাঁথা, সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



হাছান মাহমুদ খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কর্মসূচি ঘোষণা না করে দেশে আসুন। দেশে এসে আপনার হতাশার সাগরে নিমজ্জিত নেতাকর্মীদের উত্তরণ ঘটানোর চেষ্টা করুন।

তিনি আরও বলেন, বিএনপি নেতাদের বক্তব্যই প্রমাণ করছে, বেগম জিয়া সহসাই দেশে ফিরে নাও আসতে পারেন। আমরা শক্তিশালী দল চাই। রাজপথেও শক্তিশালী দল চাই। আমরা সংবাদ সম্মেলন নির্ভর বিএনপি চাই না। সন্ত্রাস নির্ভর বিএনপিও চাই না। আমরা জনগণ নির্ভর বিএনপি চাই।

হাছান মাহমুদ আরও বলেন, ষড়যন্ত্র থেমে নেই। জানতে পারলাম, খালেদা জিয়া লন্ডনের হাইড পার্কে আগামী ২৭ তারিখে নাকি একটি জনসভা করবেন ? বিএনপির কেউ কেউ এবং সাংবাদিক বন্ধুরা এমন কথা বলছেন। সেখানে নাকি বেগম জিয়া কর্মসূচি ঘোষণা করবেন? কারণ তিনি বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করতে পারবেন না।

এর আগে বাংলাদেশে মানুষ মারার কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচিও ব্যর্থ হয়েছে। ব্যর্থ কর্মসূচি নিয়ে শূন্য হাতে ঘরে ফিরে নিজেকে বন্দি করে রেখেছিলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে। তখন বিদেশি হত্যা এই ষড়যন্ত্রেরই অংশ। আজকে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ বিদেশি হত্যার পর সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্য সরকারের প্রশংসা করেছে।

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।