ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধুনটে জামায়াত নেতা কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ধুনটে জামায়াত নেতা কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন (উত্তর) জামায়াতের সভাপতি নজরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।



সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।

পাঁচথুপি দক্ষিণপাড়া জামে মসজিদের ঈমাম নজরুল ইসলাম উপজেলার মধুপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ১৯ জানুয়ারি ধুনট-শেরপুর রোডের হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার চেষ্টা করছিল দল দু’টির নেতাকর্মীরা। এতে বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ধুনট থানার চার পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে ওই মামলার এজাহারভুক্ত আসামি নজরুল পলাতক ছিলেন। রোববার রাতে তিনি বাড়ি ফেরেন। খবর পেয়ে রাতেই তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।