ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জামায়াত-শিবিরের ৩ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বগুড়ায় জামায়াত-শিবিরের ৩ নেতা আটক

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।



আটককৃতরা হলেন ইউনিয়নের মমিনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে উপজেলা শিবিরের সাবেক যুগ্ম সম্পাদক আফজাল ক্বারী (২৯), একই ইউনিয়নের শিবিরের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলীর ছেলে রেজাউল করিম (২৬) ও তার বাবা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহজাহান আলী (৫৮)।

শেরপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল বাংলানিউজকে জানান, আটককৃতদের মধ্যে শাহজাহান আলী নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অপর দুই জনের বিরুদ্ধেও নাশকতার অভিযোগ রয়েছে।

 বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমবিএইচ/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।