ঢাকা: নাশকতার তিন মামলায় আত্মসমর্পণের জন্য আরো আট সপ্তাহ সময় চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানিয়েছেন আইনজীবী সগীর হোসেন লিওন।
রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরো দুই দফা সময় নেন মির্জা ফখরুল। যার মেয়াদ শেষ হবে ২ নভেম্বর।
এদিকে সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই মাস উন্নত চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর দেশে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনজীবী সগীর হোসেন বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে আবারো আত্মসমর্পণের জন্য আরো আট সপ্তাহ সময়ের আবেদন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২৮,২০১৫
ইএস/জেডএস