কুষ্টিয়া: কুষ্টিয়া শহর শাখা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশসহ চার জনকে আটক করেছে পুলিশ। পরে ওই শিবির নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি পেট্রোলবোমা ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ও বুধবার (২৮ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন- শহরের সুলভ প্রেসের ম্যানেজার কাজী আনোয়ার হোসেন (৬৬), কর্মচারী মাসুম বিল্লাহ (২৬) ও শাহিন উদ্দিন (২৬)।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে শহরের গার্লস স্কুল এলাকার সুলভ প্রেস থেকে জামায়াত-শিবিরের প্রচারপত্রসহ প্রেসের ম্যানেজার কাজী আনোয়ার হোসেন, কর্মচারী মাসুম বিল্লাহ ও শাহিন উদ্দিনকে আটক করা হয়।
পরে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর রাতে কুষ্টিয়া শহর ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশকে আটক করা হয়। পরে, পুলিশ তল্লাশি চালিয়ে মোস্তাফিজুর রহমান পলাশের বাড়ি থেকে ৬টি পেট্রোলবোমা ও ১০টি ককটেল উদ্ধার করে।
আটকদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার ষড়যন্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেড