টাঙ্গাইল: সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাদেকুল আলম খোকা এ জিডি করেন।
এদিকে, বিষয়টি জানাজানি হলে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়।
জিডিতে যাদের জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করা হয়েছে তারা হলেন, জেলা বিএনপির সহ সভাপতি ছাইদুল হক ছাদু, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামিল শাহীন, আতাউর রহমান জিন্নাহ, দেওয়ান শফিকুল ইসলাম, আবুল কাশেম, কাজী শফিকুর রহমান লিটন ও মাহমুদুল হক সানু।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর